Last Updated: Sunday, June 24, 2012, 10:40
আজ রাতে ইউরো কাপের শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইতালি। গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন দল হিসাবে শেষ আটে পৌঁছেছে রয় হজসনের দল। ইংল্যান্ডের কোচ হিসাবে দায়িত্ব নেওযার পর এখনও কোন ম্যাচ হারেননি ওয়েন রুনিরা। রবিবার সেই রেকর্ড ধরে রাখতে মরিয়া ইংল্যান্ড শিবির।