Last Updated: June 4, 2012 14:05

রবিবার রাতভর আলিপুরদুয়ারে ব্যাপক ঝড়বৃষ্টির জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। রমনপুর থকে রাজাভাতখাওয়া স্টেশনের মধ্যে বেশ কয়েকটি জায়গায় লাইনে গাছ পড়ায় আটকে পড়ে একাধিক দুরপাল্লা এবং লোকাল ট্রেন। সোমবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রেল চলাচল।
রবিবার রাতে আলিপুরদুয়ার জংশন স্টেশনে আটকে পড়ে শিলিগুড়িগামী মহানন্দা এক্সপ্রেস, ইনটারসিটি এক্সপ্রেস এবং শিলিগুড়ি প্যাসেঞ্জার। পরে সকাল পৌনে নটা নাগাদ লাইন পরিষ্কারের কাজ শেষ হওয়ায় অবশেষে কিছুটা স্বাভাবিক হয় পরিষেবা। প্রায় পৌনে তিন ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে থাকার পর একে একে ছাড়তে শুরু করে ট্রেনগুলি। খারাপ আবহাওয়ার জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় চরম অসুবিধার মধ্যে পড়েন যাত্রীরা।
First Published: Monday, June 4, 2012, 14:07