Last Updated: Monday, June 4, 2012, 14:05
রবিবার রাতভর আলিপুরদুয়ারে ব্যাপক ঝড়বৃষ্টির জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। রমনপুর থকে রাজাভাতখাওয়া স্টেশনের মধ্যে বেশ কয়েকটি জায়গায় লাইনে গাছ পড়ায় আটকে পড়ে একাধিক দুরপাল্লা এবং লোকাল ট্রেন। সোমবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রেল চলাচল।