Last Updated: July 4, 2013 19:15

রেল ঘুষ কাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী পবন বনশলকে রাজসাক্ষী করল সিবিআই। পবন বনশলের ভাগ্নে এই ঘুষ কাণ্ডের মূল অভিযুক্ত।
দু`দিন আগেই এই নিয়ে চার্জশিট পেশ করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চার্জশিটে বনশলের ভাগ্নে বিজয় সিংলা সহ মোট ১০ জনের নাম আছে অভিযুক্ত হিসাবে। নাম রইয়েছে রেলওয়ে বোর্ড মেম্বর মহেশ কুমারের।
রাজসাক্ষী হিসাবে সিবিআই একটি ৯০ জনের তালিকা প্রকাশ করেছে। এই তালিকার ৩৯ নম্বরে নাম রয়েছে বনশলেরও।
First Published: Thursday, July 4, 2013, 19:15