বৃষ্টির হলেও কাটবে না অস্বস্তি

বৃষ্টির হলেও কাটবে না অস্বস্তি

Tag:  Rain weather summer Alipore imd
বৃষ্টির হলেও কাটবে না অস্বস্তিআগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষত, উঃ ও দঃ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলিতে মাঝারি বৃষ্টির সম্ভবনার কথা জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহারেও। এরমধ্যে দার্জিলিংয়ে ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দিনের বেলা কমলেও রাতে বাড়বে তাপমাত্রার পারদ। রাতে আকাশে মেঘ বেশ থাকলে জলীয় বাষ্পের কারণেই রাতে বাড়বে অস্বস্তির পরিমাণ। বিহার, ওড়িশা এবং বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।






First Published: Thursday, May 31, 2012, 19:04


comments powered by Disqus