বৃষ্টি বাধ সাধল মেলার প্রস্তুতিতে, Rain disrupts Gangasagar Mela

বৃষ্টি বাধ সাধল মেলার প্রস্তুতিতে

বৃষ্টি বাধ সাধল মেলার প্রস্তুতিতেআজই গঙ্গাসাগর মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতিতে বাদ সেধেছে খারাপ আবহওয়া। প্রাকৃতিক দুর্যোগের কারণেই তীর্থযাত্রীদের জন্য অস্থায়ী ছাউনি তৈরির কাজ বিঘ্নিত হয়েছে। ফলে বৃষ্টির জেরে জল কাদায় ভরে আছে মেলা প্রাঙ্গন। মেলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বাড়িঘরও এখনও তৈরি হয়নি। কাজেই মেলা শুরু হলেও, এখনও অনেক কাজ বাকি রয়েছে।

এবছর কুম্ভমেলা হবে না। তাই গঙ্গাসাগরে বহু তীর্থযাত্রীর ভিড় হবার সম্ভাবনা। প্রশাসনের অনুমান তীর্থযাত্রীদের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে। মেলায় নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এবছর রাজ্য সরকার তীর্থ কর তুলে দেওয়ার ফলে তীর্থযাত্রীরা কিছুটা সুবিধা পেলেও, যাতায়াতের খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে।





First Published: Monday, January 9, 2012, 17:21


comments powered by Disqus