Last Updated: September 25, 2013 20:53

বৃষ্টি এবার কিছুতেই পুজোর পিছু ছাড়ছে না। মাঝেমধ্যেই বৃষ্টিতে পুজো উদ্যোক্তা কুমোরপাড়ার শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। গতকয়েকদিনের রোদ ঝলমলে আবহাওয়া তাঁদের স্বস্তি দিলেও দুশ্চিন্তা বাড়ল আমজনতার। কেননা, আলিপুর আবহাওয়া দফতর পুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। আবহাওয়া দফতরের মতে, মৌসুমী বায়ুর প্রভাব থাকছে অক্টোবর পর্যন্ত। ফলে পুজোয় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে। বাতাসে পর্যাপ্ত জলীয়বাস্প থাকায় দক্ষিণবঙ্গেও আগামী চব্বিশ ঘণ্টায় বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকছে।
First Published: Wednesday, September 25, 2013, 20:53