Last Updated: Tuesday, August 27, 2013, 23:21
শহরে অগাস্ট মাসের বৃষ্টির পরিমাণ ভেঙে দিল যাবতীয় রেকর্ড। ২০০০ সালের পর ২০১৩ সালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৬১০ মিলিমিটার। শুধু শহর নয়, নিম্নচাপের বৃষ্টিতে উত্তর ও দক্ষিণবঙ্গে চলতি বছরে বৃষ্টির ঘাটতিও নেই। প্রায় একযুগ পরে শহরে রেকর্ড বৃষ্টি। চলতি বছরে অগাস্ট মাসে সাতাশ তারিখ পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ৬১০ মিলিমিটার। এর আগে এই রেকর্ড ছিল দু হাজার সাত সালের নামে। সেবছর গোটা অগাস্ট মাস জুড়ে বৃষ্টির পরিমাণ ছিল ৪৭০ মিলিমিটার। ফলে বৃষ্টির পরিসংখ্যানের নিরিখে ২০০৭ সালকে পেছনে ফেলে দিয়েছে দু হাজার তেরো সাল। ৪২% বেশি বৃষ্টি হয়েছে এবছর।