Last Updated: November 29, 2012 12:18

সালটা ১৯৯৫। চলন্ত ট্রেনের দরজায় হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে নির্ভীক প্রেমিক। প্ল্যাটফর্ম ধরে ছুটে আসছে প্রেমিকা। দূরে দাঁড়িয়ে হেরে যাওয়া দাম্ভিক বাবা। শেষ পর্যন্ত প্রেমিকের হাতে হাত দিয়ে জীবনের রেলগাড়িতে উঠে গেল প্রেমিকা। এই দৃশ্য দেখেই শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার প্রতিজ্ঞা করেছিল হাজার হাজার আপাত সাধারণ প্রেমিক।
ভারতীয় রোম্যান্টিক সিনেমার ইতিহাসে সেরা ক্লাইম্যাক্স সিনের রিমেক বলাটা বোধহয় বাড়াবাড়ি হয়ে যাবে। ১৭ বছর পর প্রেমিকা বদলে গেলেও প্রেমিক রয়েছেন একই। যশ চোপড়ার দিলওয়ালে প্রেমিক রাজ ফিরে আসছে রোহিত শেঠির `চেন্নাই এক্সপ্রেস` চড়ে। এবারে তার দুলহন দীপিকা পাডুকোন।
কাজলের বদলে দীপিকা ছাড়া ১৭ বছর আগের সেই দৃশ্যের প্রায় সবকিছুই এক রেখেছেন রোহিত। এই প্রথম গ্রামের মেয়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা প্রেমিকের হাতে হাত দিতে হলুদ-সবুজ-কমলা ঘাঘরা চোলিতে প্ল্যাটফর্ম ধরে ছুটে আসবেন দীপিকা।
First Published: Thursday, November 29, 2012, 12:18