Last Updated: November 22, 2011 16:49

ফের দুর্ভোগের শিকার হলেন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। গতকাল রাত আড়াইটেয় সাড়ে ষোলো ঘণ্টা দেরিতে ট্রেনটি শিয়ালদা পৌঁছয়। যাত্রীরা জানিয়েছেন, ট্রেন ছ-ঘণ্টা দেরি করে ছাড়ে, শুরু থেকেই ট্রেনের গতি ছিল কম। কুয়াশার কারণেই এই দেরি বলে রেলের তরফে যাত্রীদের জানানো হয়েছে। অস্বাভাবিক দেরি করায় সমস্যায় পড়েন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। গভীর রাতে হাওড়া পৌঁছনোয় কেউ বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। কেউ মিস করেন কানেক্টিং ট্রেন। রবিবারও, বারো ঘণ্টা দেরিতে রাত সাড়ে দশটা নাগাদ শিয়ালদা পৌঁছয় রাজধানী এক্সপ্রেস। দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
First Published: Tuesday, November 22, 2011, 16:55