একদিনেই টুইটারে রজনির ফলোয়ার ১৫০,০০০

একদিনেই টুইটারে রজনির ফলোয়ার ১৫০,০০০

একদিনেই টুইটারে রজনির ফলোয়ার ১৫০,০০০সোমবারই টুইটারে আত্মপ্রকাশ করেছেন সুপারস্টার রজনিকান্ত। আর মঙ্গলবারের মধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা ছুঁয়েছে ১৫০,০০০। উচ্ছ্বসিত রজনি প্রথম টুইটে লিখেছেন, ভগবানকে কুর্নিশ। ওয়াক্কম আনাইভারুক্কম! সকল ভক্তকেও ধন্যবাদ। ডিজিটাল যাত্রাপথে আমি উত্ফুল্ল।

আগামী শুক্রবারই মুক্তি পাচ্ছে সৌন্দর্য আর. অশ্বিন পরিচালিত ছবি কোচাদইয়া। তার ঠিক আগেই ভক্তদের আরও কাছে পৌছতে টুইটারকে বেছে নিলেন রজনিকান্ত। তাঁর টুইটার হ্যান্ডল @SuperStarRajini।

দক্ষিণী সুপারস্টারবলেন, "আমি টুইটারে আসার সিদ্ধান্ত নিয়েছি কারণ এখানে পৃথিবীর সবরকম আপডেট পাওয়া যায়। আমাকে বলা হয়েছে রজনি-ওয়ান লাইনারের এটাই সেরা জায়গা। আমি সবসময় মনে করি আমার কেরিয়ার গ্রাফ একটা মিরাকল। তার জন্য আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। টুইটারে আসা ওদের জন্যই। দুর্ভাগ্যবশত এতদিন জানতেই পারতাম না ওরা কী ভাবে।"

সিএ মিডিয়া ডিজিটালের ফ্লুয়েন্স রজনির টুইটার হ্যান্ড দেখাশোনা করবে। রজনিকে টুইটারে স্বাগত জানিয়েছেন টুইটার ইন্ডিয়ার মার্কেট ডিরেক্টর ঋষি জেটলি।

First Published: Tuesday, May 6, 2014, 10:47


comments powered by Disqus