Last Updated: Tuesday, May 6, 2014, 10:47
সোমবারই টুইটারে আত্মপ্রকাশ করেছেন সুপারস্টার রজনিকান্ত। আর মঙ্গলবারের মধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা ছুঁয়েছে ১৫০,০০০। উচ্ছ্বসিত রজনি প্রথম টুইটে লিখেছেন, ভগবানকে কুর্নিশ। ওয়াক্কম আনাইভারুক্কম! সকল ভক্তকেও ধন্যবাদ। ডিজিটাল যাত্রাপথে আমি উত্ফুল্ল।