Last Updated: December 17, 2012 18:54

সরকারি চাকরির পদোন্নতিতে সংরক্ষণে সংবিধান সংশোধনী বিলে সবুজ সংকেত দিল রাজ্যসভা। তফশিলি জাতি ও উপজাতির ভিত্তিতে সংরক্ষণ দিতেই এই বিল পাস। সংবিধানের (১১৭ সংশোধনী) বিল, ২০১২ নিয়ে সোমবার সংসদের উচ্চকক্ষে ভোটাভুটি হয়। বহুজন সমাজবাদী পার্টির তরফে পেশ করা বিলের পক্ষে ভোট পড়েছে ২০৬টি। ১০টি ভোট পড়েছে বিপক্ষে। যদিও বিলটি পেশ করা নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে সমাজবাদী পার্টি।
এদিন রাজ্য সরকারের চকরিতে পদোন্নতিতে সংরক্ষণে সমাজবাদী পার্টির বিরোধে দফায় দফায় উত্তাল হয় লোকসভা। সোমবার নিম্নকক্ষের কাজ শুরু হওয়া থেকেই সপা সাংসদরা সংরক্ষণ ইস্যুতে বক্তব্য রাখার দাবিতে সরব হন। শৈলেন্দ্র কুমারের নেতৃত্বে সমাজবাদী সাংসদরা ওয়েলে নেমে আসেন। তাঁদের মত, সরকারি চাকরি ক্ষেত্রে তফশিলি জাতি ও উপজাতি সংরক্ষণ চালু করায় চাকুরিজীবীরা উদ্বেগে রয়েছেন।
বিজেপির তরফে যোগী আদিত্যনাথও জানিয়েছেন, পদোন্নতিতে সংরক্ষণের প্রসঙ্গ সংসদে আসার শুরু থেকেই বৃহৎ সংখ্যক সরকারী চাকুরিজীবীরা অনিশ্চয়তায় ভুগছেন। এআইডিএমকের সদস্যরাও এই ইস্যুতে করিডোরে তাঁদের রায় রাখতে সরব হন। কিন্তু হট্টগোলের জেরে তাঁদের বক্তব্য চাপা পরে যায়। চাপ কাটাতে সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ বলেন, "রাজ্যসভায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেখানে বিলটি পাস হয়ে গেলেই তা নিম্নকক্ষে আনা হবে।"
যদিও, সাংসদরা তাঁদের অবস্থানে অনর থাকায় প্রথমে দু`দফায় কক্ষের কাজ বেলা ১২টা পর্যন্ত মুলতুবী করে দিতে বাধ্য হন স্পিকার মীরা কুমার। বেলা ১২টায় সভা বসলেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় দুপুর দু`টো অবধি ফের মুলতুবী হয় লোকসভা।
First Published: Monday, December 17, 2012, 21:40