Last Updated: February 21, 2013 15:23

আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন `মিডিয়া কি বেটি` রাখি সাওয়ান্ত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শো `ওয়েলকাম বাজি মেহমান নওয়াজ কি` তে সেরকমই জানালেন তিনি।
ওই শো তে রাখিকে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে রাখি জানান, "আমি হয়তো ২০১৪তেই বিয়ে করব। এই বছর নয়, ভাবছি পরের বছরই বিয়েটা সেরে ফেলব। আমার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে কিছুটা সময় লাগবে। বিয়ে কোনও খেলা নয়।"
বিয়ের জন্য কি স্বয়ম্বর ডাকছেন রাখি? "না, একেবারেই না, আমার কাছে প্রচুর প্রস্তাব আছে। আমি সেগুলো নিয়ে ভাবছি। আমার স্বামীকে একদম আমার বিপরীত হতে হবে।" এতদিন রাখি বলতেন সলমন খানের বিয়ে হয়ে গেলেই রাখি বিয়ে করে নেবেন। জিজ্ঞেস করা হয়েছিল সেই প্রশ্নও। রাখির জবাব, "আমি বরং সলমনের বিয়ের দিনই বিয়ে করব। তবে কখনই এক জায়গায় নয়। কারণ দু`টো আইটেব বম্ব কখনই একসঙ্গে ফাটতে পারে না!"
First Published: Thursday, February 21, 2013, 15:23