Last Updated: Thursday, December 22, 2011, 14:28
বিতর্ক পিছু ছাড়ছে না বীণা মালিকের। ম্যাগাজিন প্রচ্ছদে `নিউড ফোটোশ্যুট` থেকে অন্তর্ধান রহস্য পেড়িয়ে এখন ভোপালের অল ইন্ডিয়া মুসলিম তিওহার কমিটির চক্ষুশূল হয়েছেন তিনি। বিবাহ নামক প্রতিষ্ঠানের প্রতি অশ্রদ্ধা দেখানোর জন্য ওই সংগঠনটি ফতোয়া জারি করেছে বীণা মালিকের ওপর।