চিটফান্ড প্রতারণার প্রতিবাদে হাজার মানুষের মিছিল কলকাতার রাস্তায়

চিটফান্ড প্রতারণার প্রতিবাদে হাজার মানুষের মিছিল কলকাতার রাস্তায়

চিটফান্ড প্রতারণার প্রতিবাদে হাজার মানুষের মিছিল কলকাতার রাস্তায় কেউ চিটফান্ডের খপ্পরে দেউলিয়া। কেউ আবার আমানতকারীদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে না পেরে অপমানে আত্মহননের পথই বেছে নিয়েছেন। বেসরকারি হিসেবে আত্মহত্যা করেছেন ষাট জনের বেশি মানুষ। শুধু সারদা নয়, এরাজ্যে চিটফান্ড দুর্গতদের সংখ্যাটা প্রায় কয়েক লক্ষ।

জীবন-জীবিকার দিশা হারিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও একবার শহরে গর্জে উঠলেন চিটফান্ড দুর্গতরা। পাহাড় থেকে জঙ্গলমহলে রাজ্যের সমস্ত জেলার কয়েক হাজার মানুষের মহামিছিল হল কলেজস্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত।

শুধু সারদা নয়। একের পর এক চিটফান্ডের প্রতারণায় রাজ্যের মানুষ দিশেহারা। স্বতঃস্ফূর্ত ভাবেই রোদ, গরম উপেক্ষা করে তাই রাস্তায় এ দিন ঢল নামে মানুষের।

First Published: Wednesday, April 9, 2014, 21:46


comments powered by Disqus