নীতীশ-লালুর বিহারে নতুন বন্ধু পাচ্ছেন মোদী

নীতীশ-লালুর বিহারে নতুন বন্ধু পাচ্ছেন মোদী

নীতীশ-লালুর বিহারে নতুন বন্ধু পাচ্ছেন মোদীলোকসভা ভোটের আগে কি এবার বিজেপির সঙ্গে জোট বাঁধছেন রামবিলাস পাসোয়ান? নতুন এই সমীকরণ নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কারণ, গতমাসেই এলজিপি প্রধান রামবিলাস পাসোয়ান জানিয়েছিলেন, কংগ্রেসের হাত ধরেই লোকসভা ভোটের ময়দানে নামবেন তিনি।

বিহারের ৪০ মধ্যে ১০টি আসন নিজেদের হাতে রাখতে চাইছিলেন রামবিলাস পাসোয়ান। কিন্তু, কংগ্রেস আর আরজিডি তাতে রাজি নয়। তাতেই সম্ভবত চটে গিয়ে শিবির বদলের ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন রামবিলাস পাসোয়ান। দলের নেতারা অবশ্য মুখ খুলছেন না।

বিজেপি অবশ্য এখনও এই বিষয়ে মুখ খুলতে চাইছে না। এমনিতে জেডিইউয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগের পর বিহারে বিজেপির অবস্থা বেশ ভাল হয়েছে। প্রাক নির্বাচনী সমীক্ষাতেও দেখা যাচ্ছে বিহারে বেশ ভাল ফল করবে মোদীর বিজেপি। এই অবস্থায় পাসোয়ানকে পাশে পেলে আখেরে লাভ বিজেপির। তবে আসন বন্টন নিয়ে সমস্যা থেকেই ‍যাবে।

First Published: Sunday, February 23, 2014, 21:48


comments powered by Disqus