Last Updated: Sunday, June 16, 2013, 17:04
রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে। ৬ ঘণ্টার রাজনৈতিক তত্পরতায় ভেঙে গেল, সতেরো বছরের পুরনো জোট। এই সময়কালের মধ্যেই তৈরি হল জোট ভাঙার খসড়া, জেডিইউয়ের বৈঠকে পাস হল সেই খসড়া, তারপর আনুষ্ঠানিক ঘোষণা। একলা চলার প্রস্তুতি নিল বিজেপিও।