ফের অনশনে রামদেব

ফের অনশনে রামদেব

ফের অনশনে রামদেবকালো টাকা দেশে ফেরানোর দাবিতে দিল্লির রামলীলা ময়দানে ফের আন্দোলন শুরু করলেন যোগগুরু রামদেব। বৃহস্পতিবার সকাল থেকেই রামলীলা ময়দানে মানুষের ভিড় রয়েছে চোখে পড়ার মত। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত রামদেবের একশ অনুগামী রিলে অনশন করবেন বলেও জানা গেছে।

গতবছর এই একই দাবিতে রামলীলা ময়দানে এক অনশন অবস্থান শুরু করেছিলেন রামদেব। কিন্তু সেসময় পুলিস জোর করে সেই আন্দোলন ভেঙে দেয়। এর মধ্যে দুর্নীতি বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার একই মঞ্চে দেখা গিয়েছে আন্না হাজারে ও রামদেবকে। তবে আন্না হাজারের অনশন মঞ্চ সাড়া জাগিয়ে শুরু হয়ে সময়ের জনপ্রিয়তা হারালেও রামদেবের মঞ্চ এখনও চলছে রমরমিয়ে। এবার অবশ্য অপ্রীতিকর অবস্থা এড়াতে রামলীলা ময়দানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিস।





First Published: Thursday, August 9, 2012, 19:34


comments powered by Disqus