এজন্টের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার র‌্যামেল কর্তা

এজন্টের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার র‌্যামেল কর্তা

এজন্টের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার র‌্যামেল কর্তাএজেন্টকে আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে ধৃত র‌্যামেল কর্তা রামেশ্বর পোদ্দারকে সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। সংস্থার দুই ম্যানেজার ঋষিকেশ ভট্টাচার্য এবং দীপক কুমার কুণ্ডুরও পুলিস হেফাজত হয়েছে। গতকাল ধৃতদের বারাসত আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে ৪০৬ এবং ৪২০ ধারায় মামলা রুজু করেছে পুলিস। 

সম্প্রতি র‌্যামেল গ্রুপের এক এজেন্ট আত্মহত্যা করেন।  পরিবারের তরফে র‌্যামেল কর্তা ও সংস্থার দুই  ম্যানেজারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। মঙ্গলবার ৩ জনকে গ্রেফতার করে পুলিস। বুধবার বারাসতে  র‌্যামেলের অফিসের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন  সামিল হন সংস্থার এজেন্টরা। পরে পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়।      

First Published: Thursday, November 14, 2013, 15:52


comments powered by Disqus