Last Updated: Thursday, November 14, 2013, 15:50
এজেন্টকে আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে ধৃত র্যামেল কর্তা রামেশ্বর পোদ্দারকে সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। সংস্থার দুই ম্যানেজার ঋষিকেশ ভট্টাচার্য এবং দীপক কুমার কুণ্ডুরও পুলিস হেফাজত হয়েছে। গতকাল ধৃতদের বারাসত আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে ৪০৬ এবং ৪২০ ধারায় মামলা রুজু করেছে পুলিস।