Last Updated: May 19, 2013 19:44

দীপিকার মধ্যে নিজের কিংবদন্তী জুটিকে দেখতে পাচ্ছেন রণবীর। নার্গিসের সঙ্গে জুটি বেঁধে ১৫টি ছবিতে অভিনয় করেছিলেন রণবীরের ঠাকুর্দা রাজ কপূর। এখনই প্রাক্তন প্রেমিকার সঙ্গে নিজের জুটির মধ্যে সেই রাজ কপূর-নার্গিস জুটির ছায়া দেখছেন রণবীর।
রণবীর বলেন, "আমি দীপিকার সঙ্গে আরও অনেক ছবিতে কাজ করতে চাই। দীপিকা আমার মতই পরিশ্রমী ও আবেগপ্রবণ। আমার সঙ্গে পর্দায় ওর রসায়ন দারুন। অনেকটা রাজ কপূর-নার্গিস বা অমিতাভ-রেখা জুটির মত। তবে আমি এখনই অনেক কিছু বলতে চাই না। আমরা সেই উচ্চতায় নাও পৌঁছতে পারি। কিন্তু দীপিকার সঙ্গে আমার কাজের সম্পর্ক দারুন। আমরা পরস্পরের সঙ্গে খুবই সচ্ছন্দ বোধ করি। এছাড়া একই সময়ে ইন্ডাস্ট্রিতে আসার কারণে আমরা দুজনেই কেরিয়ারের একই পর্যায়ে রয়েছি। আমি চাই দর্শক আমাদের জুটি হিসেবে মনে রাখুক।"
First Published: Sunday, May 19, 2013, 19:44