Last Updated: May 4, 2013 17:24

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করা হল বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুরকে। হিসাব বহির্ভূত ব্যক্তিগত সম্পত্তি বহন করার অপরাধে তাঁকে আটক করা হল। পরে ৬০ হাজার টাকা ব্যক্তিগত জামিনে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আজ সকাল সাড়ে ১২টা নাগাদ লন্ডন থেকে একটি সিনেমার শুটিং সেরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে মুম্বই পৌঁছান। তাঁর সঙ্গে ব্যাগ ভর্তি করে ছিল জুতো, পারফিউম, পোষাক সহ লক্ষাধিক টাকার বিদেশী ব্র্যান্ডেড জিনিসপত্র। রণবীর তাঁর এই হিসাব বহির্ভূত জিনিসপত্র সম্পর্কে আগে থেকে কাস্টমসের রেড চ্যানেলের আধিকারিকদের কোনও রকমের তথ্য দেননি।
মুম্বই বিমানবন্দরে কাস্টমসের আধিকারিকরা রণবীরকে আঁটকালে তিনি জানান কাস্টমসের জিনিসপত্র বহন করার উর্ধসীমার নিয়ম তিনি জানতেন না।
First Published: Saturday, May 4, 2013, 17:26