Last Updated: Saturday, May 4, 2013, 17:24
মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করা হল বর্তমান সেনসেশান রণবীর কাপুরকে। হিসাব বহির্ভূত ব্যক্তিগত সম্পত্তি বহন করার অপরাধে তাঁকে আটক করা হল। পরে ৬০ হাজার টাকা ব্যক্তিগত জামিনে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।