সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন `বদতমিজ` রনবীর

সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন `বদতমিজ` রনবীর

সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন `বদতমিজ` রনবীরমাথা গরম করে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন রনবীর কপূর। একটি বিনোদন নিউজ ওয়েবসাইট থেকে পাওয়া খবর অনুযায়ী, বান্দ্রায় একটি পার্টি থেকে বন্ধু পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে একটি পার্টি থেকে বেরোচ্ছিলেন রনবীর। তখনই সাংবাদিকরা ভিডিও শুটিং করতে শুরু করেন রনবীরের। গাড়ির পিছনে ধাওয়ায় করেন। রেগে গিয়ে রনবীর সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন, বচসাও জুরে দেন।

ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের খবর আসার পর থেকেই মিডিয়া ছিনে জোঁকের মত পড়ে রয়েছে রনবীরের পিছনে। এই সময়ে রনবীরের মেজাজ হারানো তাই একটু বেশিই মিডিয়ার দাক্ষিণ্য পাবে হয়তো। তবে এই ঘটনা রনবীরের ক্ষেত্রেই প্রথম নয়। বিভিন্ন সময়ে সেলেব্রিটিদের মেজাজ হারানোর খবরে অনেক জল গড়িয়েছে মিডিয়ায়।

First Published: Friday, December 6, 2013, 20:36


comments powered by Disqus