Last Updated: Friday, December 6, 2013, 20:36
মাথা গরম করে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন রনবীর কপূর। একটি বিনোদন নিউজ ওয়েবসাইট থেকে পাওয়া খবর অনুযায়ী, বান্দ্রায় একটি পার্টি থেকে বন্ধু পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে একটি পার্টি থেকে বেরোচ্ছিলেন রনবীর। তখনই সাংবাদিকরা ভিডিও শুটিং করতে শুরু করেন রনবীরের। গাড়ির পিছনে ধাওয়ায় করেন। রেগে গিয়ে রনবীর সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন, বচসাও জুরে দেন।