সম্পর্ক ভাঙল রনবীর-ক্যাটরিনার

সম্পর্ক ভাঙল রনবীর-ক্যাটরিনার

সম্পর্ক ভাঙল রনবীর-ক্যাটরিনার বর্ষবরণ করতে একসঙ্গে নিউইয়র্ক গেলেও তাঁরা ফিরেছেন আলাদা আলাদা। আরও একটা হাইপ্রোফাইল বিচ্ছেদের সাক্ষী রইল বলিউড। এবারে রনবীর-ক্যাটরিনা। গত বছর স্পেনের ইবিজা বিচে তাঁদের ছুটি কাটানোর ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রে। কফি ইউথ করণেক শো-য়ে এসে তাঁদের বিয়েতে নাচের পরিকল্পনাও শুনিয়েছিলেন করিনা। কিন্তু সেই সম্পর্কও এখন অতীত।

শুধু স্পেনে ছুটি কাটানোই নয়, অমিতাভ বচ্চনের দিওয়ালি পার্টিতে যাওয়া, উল্ফ অফ ওয়ালস্ট্রিট দেখতে যাওয়া সবই একসঙ্গে করছিলেন রনবীর, ক্যাটরিনা। কিন্তু বলিউডে কিছুই বলা যায় না। শোনা যাচ্ছে ক্যাটরিনা চাইলেও রনবীর নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, গত বছরে রনবীরের ছবির সাফল্যই তাঁকে অন্যরকম করে দিয়েছে। ক্যাটরিনা কেরিয়ারের এমন জায়গায় রয়েছেন যেখানে তিনি সহজে বিয়ের কথা ভাবতে পারলেও রনবীর মনে করেন এখন বিয়ে করলে তাঁর কেরিয়ারের ক্ষতি হবে। জানা গেছে নিউ ইয়র্কে নাকি বিয়ে নিয়ে ঝগড়াও হয়েছে দুজনের।

সম্পর্ক ভাঙার পর থেকেই ভেঙে পড়েছেন ক্যাট। রনবীরকে ক্যাট এখনও ভাল বাসলেও কপূর লাডলা এর মধ্যেই বন্ধুদের বলে দিয়েছেন বিচ্ছেদের কথা। অনেক সময়ই বিচ্ছেদের পরও আবার জোড়া লাগে সম্পর্ক। সেই উদাহরণও বলিউডে রয়েছে। রনবীর-ক্যাটরিনাই আগেও বিচ্ছেদের পর ফের সম্পর্কে ফিরেছেন। তবে এবারে হয়তো বিচ্ছেদ চিরস্থায়ী হতে চলেছে।


First Published: Wednesday, January 22, 2014, 17:48


comments powered by Disqus