Last Updated: January 13, 2012 17:17

ঐশ্বর্যের পর এবার রানি মুখার্জী অভিনয় করতে পারেন ধুম থ্রি-তে। `নো ওয়ান কিল্ড জেসিকা`-তে অনবদ্য অভিনয়ের পর তাঁকে আর বিগ স্ক্রিনে দেখা যায়নি। ধুম থ্রি-তে আমিরের উপস্থিতি নিয়ে আগে থেকেই চাঞ্চল্য ছড়িয়েছিল দর্শকদের মধ্যে। রানির উপস্থিতির সম্ভাবনা সেই উন্মাদনাটাকেই আরও জোরদার করে দিল।
নিজের অভিনয়ের পারদর্শিতা দেখানোর আরও একবার সুযোগ পাবেন রানি। আদিত্য চোপড়ার সঙ্গে রানি মুখার্জীর সম্পর্ক নিয়ে বহুদিন থেকেই জল্পনা তৈরি হয়েছিল টিনসেল টাউনে। `মিষ্টার পারফেকশনিস্ট` আমির খানের বিপরীতে ক্যাটরিনা কাইফকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যশ রাজ প্রোডাকশন, কিন্তু সেখানে এবার হয়তো যোগ দেবেন বলিউডের রানি। ছবির খলনায়ক আমির খানের সঙ্গে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়াও থাকবেন অন্যান্য ভূমিকায়। চলতি বছরের জুলাইতে মুক্তি পাবে রীমা কাগতি পরিচালিত আমির ও রানি অভিনীত আরেকটি ছবি `তালাশ`। নভেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল ধুম থ্রি-এর, কিন্তু সম্ভবত ২০১৩-এর প্রথম দিকেই মুক্তি পাবে এই ছবি।
First Published: Friday, January 13, 2012, 17:17