Last Updated: Friday, November 30, 2012, 10:41
ইংরেজিতে swan song বলে যে কথাটা আছে, যার মানে মৃত্যুর বা রিটায়ারমেন্টের আগে করে যাওয়া শেয কাজ, অধুনা ভারতীয় ছবিতে তার একটি উত্তুঙ্গ নিদর্শন এই ছবি। ঠিক কতখানি ক্রিটিকের দৃষ্টিভঙ্গি থেকে লেখা যায় তা বলা মুশকিল, তবে প্রয়াত পরিচালক যশ চোপড়ার নাম এ ছবির সঙ্গে যেভাবে অঙ্গাঙ্গী জড়িয়ে গেল তাতে, পরিচ্ছন্ন ভাষায় এ ছবি ভারতীয় ছবির একশো বছরে একটা ল্যান্ডমার্ক হবে যশজির সোয়ান সং হিসেবেই।