Last Updated: April 10, 2013 16:10

জীবনের সবথেকে সাহসী চরিত্রে অভিনয় করতে চলেছেন রানি মুখার্জি। যশরাজ ফিল্মসের আগামী ছবি মর্দানিতে এক পুলিস অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে মর্দানিই নাকি যশ রাজ ফিল্মসের সবথেকে সাহসী ছবি।
আদিত্য চোপড়া প্রযোজিত ছবি পরিচালনা করবেন প্রদীপ সরকার। ২০০৭ সালে লগা চুনরি মে দাগের পর এটা তাঁর যশরাজের সঙ্গে দ্বিতীয় ছবি। রানির সঙ্গেও দ্বিতীয়। মুখ্য চরিত্রে রানি অভিনয় করলেও ছবির প্রায় পুরো কাস্টিংই এখনও বাকি। যশরাজ ফিল্মসের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের সহসভাপতির বক্তব্য অনুযায়ী সেই অর্থে কোনও নায়কের চরিত্র নেই। রানির কাঁধেই রয়েছে ছবি এগিয়ে নিয়ে যাওয়ার ভার।
এর আগে ২০১১ সালে নো ওয়ান কিলড জেসিকা ছবিতে এক সাহসী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন রানি।
First Published: Wednesday, April 10, 2013, 16:10