Last Updated: Saturday, September 29, 2012, 16:26
যশ রাজ ফিল্মের সেট জুড়ে যতই তাঁকে `ভাবি` বলে সম্বোধন করা হোক, রানি নিজে আদি চোপড়ার সঙ্গে তাঁর বিয়ের জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিলেন। সম্প্রতি একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "জানি না আমার পিছনে লোকে আমাকে নিয়ে কি কথা বলছে।