রানির মার্কিনি সম্মান

রানির মার্কিনি সম্মান

রানির মার্কিনি সম্মান বারাক ওবামার শপথ গ্রহণের দিনই রানির মুকুটেও যুক্ত হল মার্কিনি পালক। গতকাল মুম্বইতে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ উপলক্ষে বল পার্টির আয়োজন করেছিল ভারতের মার্কিন দূতাবাস ও এনজিও নমস্তে আমেরিকা। সেই অনুষ্ঠানেই ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য রানিকে বিশেষ সম্মানে ভূষিত করল ভারতের মার্কিন দূতাবাস।

এদিনে অনুষ্ঠানের জন্য কালোর ওপর সোনালি জরির কাজ করা ট্রাডিশনাল শাড়ি বেছে নিয়েছিলেন রানি মুখার্জি। বললেন, মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিনই এই মার্কিনি সম্মান পেয়ে তিনি সত্যিই খুশি। নিজের কাজের জন্য সম্মানিত হওয়া, বিশেষে করে যেই কাজকে তিনি ভালবাসেন, তাঁর কাছে সত্যিই আনন্দের।


First Published: Tuesday, January 22, 2013, 20:39


comments powered by Disqus