Last Updated: Tuesday, January 22, 2013, 20:39
বারাক ওবামার শপথ গ্রহণের দিনই রানির মুকুটেও যুক্ত হল মার্কিনি পালক। গতকাল মুম্বইতে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ উপলক্ষে বল পার্টির আয়োজন করেছিল ভারতের মার্কিন দূতাবাস ও এনজিও নমস্তে আমেরিকা। সেই অনুষ্ঠানেই ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য রানিকে বিশেষ সম্মানে ভূষিত করল ভারতের মার্কিন দূতাবাস।