Last Updated: April 22, 2014 11:54

রানির বিয়ে কবে? প্রায় এক দশক ধরে এই প্রশ্ন সকলের মুখে মুখে ফিরলেও রানি কোনওদিনই বিয়ে নিয়ে মুখ খোলেননি। অবশেষে বিয়ে সেরে ফেলার পরই বললেন মনের কথা। গতকাল রাতে ইতালিতে পারিবারিক পরিসরে বিয়ে করেন রানি-আদিত্য। তারপরই রানি জানান,
"আমার জীবনের সবথেকে খুশির দিনটা সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমার সব ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ওদের ভালবাসা ও আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল। আমি জানি আমার শুভাকাঙ্খীরা যারা এতদিন আমার বিয়ের জন্য অপেক্ষা করেছিলেন তারা সকলে আজ খুশি। ইটালির সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে আমাদের বিয়ে হয়েছে। পরিবার ও কিছু ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন আমাদার সঙ্গে। তবে যশ আঙ্কেলের কথা খুব মনে পড়ছিল। কিন্তু আমি জানি উনি সবসময় আমাদের সঙ্গে আছেন। ওঁর আশীর্বাদ ও ভালবাসা সারাজীবন আমার ও আদির সঙ্গে রয়েছে। আমি সবসময় রূপকথায় বিশ্বাস করেছি আর তাই ভাগবানের আশীর্বাদে আমার জীবনও রূপকথার মতো। এখন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। রূপকথা চলতেই থাকবে।"
First Published: Tuesday, April 22, 2014, 11:54