বিয়ের পর শাঁখা-পলা, সিঁদূরে নববধূ বেশে প্রথমবার ক্যামেরার সামনে রানি

বিয়ের পর শাঁখা-পলা, সিঁদূরে নববধূ বেশে প্রথমবার ক্যামেরার সামনে রানি

বিয়ের পর শাঁখা-পলা, সিঁদূরে নববধূ বেশে প্রথমবার ক্যামেরার সামনে রানিবিয়ের পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন রানি মুখার্জি। আর এলেন একেবারে নববধূর বেশেই। বৃহস্পতিবার রাতে যশ চোপড়ার ক্লদিং লাইন `ডিভা` লঞ্চ উপলক্ষে শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে দেখা গেল রানিকে। সব্যসাচির ডিজাইন করা লাল আনারকলির সঙ্গে শাঁখা-পলা, সিঁদুর, লাল চূড়া, লাল টিপ, হিরের আংটিতে মিষ্টি হেসেই শাশুড়ির সঙ্গে পোজ দিলেন বৌমা।

বেশকয়েক বছরের সম্পর্কের পর এই বছর এপ্রিল মাসে ইতালিতে আকস্মিক ভাবে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। সংবাদমাধ্যমের হাতে এসে পৌছয়নি সেই ছবি। শোনা গিয়েছিল দেশে ফিরে বলিউডের জন্য গ্র্যান্ড পার্টি দেবেন রানি-আদিত্য। কিন্তু সেই পার্টিও হয়নি। চোপড়াদের বাড়িতেই নিতান্তই ঘনিষ্ঠ পরিসরেই হয়েছে বৌভাত। নিমন্ত্রিত ছিলেন গুটিকয়েক বলিতারকা। এমনকী, সংবাদমাধ্যমের দৃষ্টি এড়াতে বাড়ির মূল পাঁচিলের ওপর ঘরে দেওয়া হয়েছিল সাদা চাদর।

এই দিনই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লঞ্চ হয় রানির আগামী ছবি মর্দানিও।

First Published: Friday, May 30, 2014, 14:09


comments powered by Disqus