রঞ্জি ফাইনালে চালকের আসনে সচিনরা

রঞ্জি ফাইনালে চালকের আসনে সচিনরা

রঞ্জি ফাইনালে চালকের আসনে সচিনরাসৌরাষ্ট্র-- ১৪৮। মুম্বই-- ১৯/০

সচিনের জন্য এবার রঞ্জি ট্রফির ফাইনালে আকর্ষণ অন্যমাত্রা পেয়েছে। প্রথম দিনই চালকের আসনে মুম্বই। সচিনের মুম্বই এদিন টসে জিতে ব্যাট করতে পাঠায় সৌরাষ্ট্রকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ে বোলিং অ্যাটাকের সামনে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় সৌরাষ্ট্র। কোচ দেবু মিত্রের দলের সর্বোচ্চ রান ভাসাভদার ৫৫। মুম্বইয়ের হয়ে ধবল কুলকার্নি পেয়েছেন চারটি উইকেট। দুটি করে উইকেট পান ধবলকর ও অভিষেক নায়ার।

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ১৯। ক্রিজে রয়েছেন ওয়াসিম জাফর ও পাওয়ার। এদিন ম্যাচে সবার নজরেই ছিলেন সচিন তেন্ডুলকর। মুম্বই দলের হয়ে শেষবার সচিন রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন ছয় বছর আগে। এতদিন পর আবার সচিনের মুম্বইয়ের সামনে নতুন কীর্তি গড়ার সুযোগ। যদি শেষপর্যন্ত মুম্বই চ্যাম্পিয়ন হয়, তবে ৪০ বার রঞ্জি চ্যাম্পিয়ন হবে তাঁরা। 
 

First Published: Saturday, January 26, 2013, 20:31


comments powered by Disqus