Ranji trophy final - Latest News on Ranji trophy final| Breaking News in Bengali on 24ghanta.com
রঞ্জি ফাইনালে চালকের আসনে সচিনরা

রঞ্জি ফাইনালে চালকের আসনে সচিনরা

Last Updated: Saturday, January 26, 2013, 20:31

সচিনের জন্য এবার রঞ্জি ট্রফির ফাইনালে আকর্ষণ অন্যমাত্রা পেয়েছে। প্রথম দিনই চালকের আসনে মুম্বই। সচিনের মুম্বই এদিন টসে জিতে ব্যাট করতে পাঠায় সৌরাষ্ট্রকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ে বোলিং অ্যাটাকের সামনে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় সৌরাষ্ট্র। কোচ দেবু মিত্রের দলের সর্বোচ্চ রান ভাসাভদার ৫৫। মুম্বইয়ের হয়ে ধবল কুলকার্নি পেয়েছেন চারটি উইকেট। দুটি করে উইকেট পান ধবলকর ও অভিষেক নায়ার।