rape and murdered a lady at bally

অ্যাসিড দিয়ে পুড়িয়ে, ধর্ষণ, খুন বালির নিশ্চিন্দায়, আটক এক জন

Tag:  rape acid bally
অ্যাসিড দিয়ে পুড়িয়ে, ধর্ষণ, খুন বালির নিশ্চিন্দায়, আটক এক জনবালির নিশ্চিন্দায় এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। তাঁর মুখ ও দেহের বিভিন্ন অংশ অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে। গত ছ-দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিস। তাঁর বাড়ি লাগোয়া ঝোপ থেকেই উদ্ধার হয়েছে দেহটি।

খোঁজ পাওয়া যাচ্ছিল না ৪ জুন থেকে। মঙ্গলবার, ছ-দিন পর অবশেষে বালির নিশ্চিন্দায় নিখোঁজ গৃহবধূর খোঁজ পেল পুলিস। মিলেছে তাঁর অর্ধদগ্ধ, পচা-গলা দেহ। নিশ্চিন্দার মধ্যপাড়ার বাসিন্দা ছিলেন ওই মহিলা। স্বামী-স্ত্রী দুজনের সংসার। ৪ জুন সকালে কাটোয়ায় গিয়েছিলেন তাঁর স্বামী। সন্ধায় বাড়ি ফেরার পর থেকে আর খোঁজ পাননি স্ত্রীর।

নিশ্চিন্দা থানায় এনিয়ে অভিযোগ জানিয়েছিলেন মহিলার স্বামী। কিন্তু কোনও খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বাড়ির কাছেই একটি বাগানে খেলার সময় স্থানীয় শিশুদের নজরে আসে একটি দেহ। ঝোপের মধ্যে পড়ে ছিল সেটি। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিস জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

First Published: Tuesday, June 10, 2014, 20:39


comments powered by Disqus