Last Updated: Tuesday, December 17, 2013, 09:48
সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার ঠেলায় এবার রাজ্যের আমজনতার অ্যাসিড ব্যবহারে জোরদার ধাক্কা। নিষেধাজ্ঞার ধাক্কা লাগতে চলেছে শৌচাগার থেকে রান্নাঘর পর্যন্ত। কারণ, পরিচয়পত্র দিয়ে এবং কতটা প্রয়োজন তার নথি জমা দিয়েই কিনতে হবে শৌচাগার পরিস্কার করার মিউরেটিক অ্যাসিড বা রান্নার স্বাদ বাড়ানোর অ্যাসিটিক অ্যাসিড, যাকে বলা হয় ভিনিগার। আজ থেকে কলকাতায় এই নির্দেশিকা জারি হচ্ছে। দেশে অ্যাসিড হামলার ঘটনা ক্রমশ বেড়ে চলায় রাজ্যগুলিকে দ্রুত তত্পর হতে বলেছিল সুপ্রিম কোর্ট। আর সেই অনুসারেই রাজ্য সরকার গত ৩০ নভেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছিল। কলকাতা পুলিসের মাধ্যমে প্রতিটি থানায় তা পৌঁছে গিয়েছে। ওই নির্দেশিকা অনুসারে