Last Updated: February 10, 2014 13:08
ফের রাজ্যে ধর্ষণের অভিযোগ উঠল। আমতা, কালনার পর এবার হাবরায়। রবিবার সন্ধ্যায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সুরঞ্জন বল্লভকে গ্রেফতার করেছে পুলিস। আজ তাকে আদালতে তোলা হবে।
গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ হাবরার বাণীপুর এলাকায় বাড়িতে একাই ছিলেন ওই তরুণী। অভিযোগ সে সময়ে তার বাড়িতে যায় সুরঞ্জন বল্লভ। অভিযোগ তারপরই ওই তরুণীকে ধর্ষণ করে সুরঞ্জন। নিগৃহীতার চিত্কারে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর খবর দেওয়া হয় পুলিসকে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কামদুনি কাণ্ডে সরকারের মুখ বাঁচাতে তৃণমূলের ভরসা ছিল রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকাতেই ধর্ষণের অভিযোগ।
First Published: Monday, February 10, 2014, 13:10