Last Updated: Monday, February 10, 2014, 13:08
ফের রাজ্যে ধর্ষণের অভিযোগ উঠল। আমতা, কালনার পর এবার হাবরায়। রবিবার সন্ধ্যায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সুরঞ্জন বল্লভকে গ্রেফতার করেছে পুলিস। আজ তাকে আদালতে তোলা হবে।