Last Updated: February 27, 2012 12:28

কাটোয়ায় বন্দুক দেখিয়ে চলন্ত ট্রেনে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় ধৃত ২ জনকে ৭ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল কাটোয়া মহকুমা আদালত। এই ঘটনায় রবিবার গভীর রাতে এই দুজনকে যৌথভাবে গ্রেফতার করে কেতুগ্রাম ও কাটোয়া থানার পুলিস।
সোমবার সকালে ধৃতদের রেলপুলিসের হাতে তুলে দেওয়া হয়। ধর্ষিতা মহিলার গোপন জবানবন্দীর জন্যও আদালতে আবেদন করবে পুলিস সূত্রে খবর।
গত শনিবার বর্ধমানের কাটোয়ার অম্বলগ্রাম স্টেশনে যাত্রীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক মহিলাকে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণ করে একদল দুষ্কৃতী। মহিলার সঙ্গে ছিল তাঁর মেয়ে। মেয়ের চিত্কারেই মহিলাকে ফেলে পালায় দুষ্কৃতীরা। ট্রেনে অবাধে লুঠপাটও চালায় দুষ্কৃতী দলটি। ট্রেনের চালক এবং গার্ডকেও মারধর করা হয়। ঘটনার দিনই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন যাত্রীরা।
First Published: Monday, February 27, 2012, 15:09