Last Updated: Wednesday, July 18, 2012, 21:46
জামালপুরে নদীর চর থেকে উদ্ধার হওয়া মৃতদেহ এবং কঙ্কালের ময়নাতদন্ত হল বুধবার। বর্ধমান পুলিসমর্গে ময়নাতদন্ত করা হয়। এদিন দুপুরে সিআইডির তদন্তকারী অফিসার জয়ব্রত গাঙ্গুলী বর্ধমানের পুলিসমর্গে যান। তদন্তের বিষয়ে কথা বলেন বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সঙ্গে।