Last Updated: February 14, 2014 22:14

নিউজলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনে তুলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। ট্রেনের এসি কামরায় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। অভিযোগ ট্রেনের এক অ্যাটেনডেন্ট তাকে ধর্ষণ করে। পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে। খালি ট্রেনে জোর করে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার ভোররাতে মায়ের সঙ্গে নিউজলপাইগুড়ি স্টেশনে অপেক্ষা করছিল ওই কিশোরী। ওয়েটিংরুম থেকে চিপস কিনতে বের হতেই বিপদে পড়ে সে। অভিযোগ, তাকে জোর করে ট্রেনে তুলে নেয় বীরেশ্বর দাস নামে এক রেল কর্মী। বীরেশ্বর দাস এসি কামরার অ্যাটেনডেন্ট।
ফাঁকা ট্রেনটি নিউজলপাইগুড়ি থেকে কিষেণগঞ্জ স্টেশনে যাচ্ছিল। মাগুরজান স্টেশনে রেল কর্মীরা চলন্ত ট্রেনের দরজায় ওই কিশোরীকে ঝুলতে দেখেন। আলুয়াবাড়ি স্টেশনে কিশোরীকে উদ্ধার করেন রেল কর্মীরা।
পুলিস বীরেশ্বর দাস নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
First Published: Friday, February 14, 2014, 22:14