Last Updated: April 23, 2014 12:03
ফের গণধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠল ঝাড়খণ্ডের নায়গ্রা গ্রামে। ১৪ বছরের এক ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করল চার ছাত্র। পুলিস সূত্রে জানা গেছে, ক্লাস এইটে পড়া চার ছাত্র দুই দিন মেয়েটিকে ঘরে বন্দি করে গণধর্ষণ করে।
মেয়েটি ষষ্ঠ শ্রেনীতে পড়ে। মেয়েটি পুলিসের কাছে অভিযোগ করে তাঁরা ফোন করে ডেকে একটি ঘরে নিয়ে যায়। ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ঘর বন্দি করে নির্মমভাবে গণধর্ষণ চালায় চার ছাত্র।
পুলিস জানিয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে চিরুনি তল্লাসি চালানো হচ্ছে।
First Published: Wednesday, April 23, 2014, 12:22