Last Updated: Tuesday, March 12, 2013, 18:19
প্রাক্তন প্রেমিকার গোপন চিঠিই শেষে কাল হল। তার জেরেই ছ`বছর পুলিসের চোখে লাগাতার ধুলো দেওয়ার পর অবশেষে গত শনিবার পুলিসের জালে ধরা পড়ে বিট্টি মোহান্তি। ২০০৬-এ রাজস্থানে এক জার্মান ছাত্রীকে ধর্ষণের অপরাধে একটি ফাস্টট্র্যাক কোর্টের নির্দেশে সাত বছরের সশ্রম কারাদণ্ড হয় ওডিশার শীর্ষ স্থানীয় প্রাক্তন পুলিস কর্তা বি বি মোহান্তির পুত্র বিট্টি মোহান্তির। আট মাস জেলে কাটানোর পর ব্যাক্তিগত প্যারোলে অসুস্থ ঠাকুমাকে দেখতে যাওয়ার অনুমতি পায় বিট্টু মোহান্তি। কিন্তু তারপর থেকেই ফেরার ছিল সে। গত সপ্তাহের কেরালা থেকে গ্রেফতার করা হয় বিট্টিকে।