রথযাত্রা উত্‍সবে মাতোয়ারা পুরী

রথযাত্রা উত্‍সবে মাতোয়ারা পুরী

রথযাত্রা উত্‍সবে মাতোয়ারা পুরীরথের রশিতে টান পড়ার আগেই জনপ্লাবনে ভাসল পুরী। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক রথযাত্রা শুরু আগেই ওড়িশার সৈকতনগরী ভরে উঠেছিল পূণ্যার্থীদের ভিড়ে। রথযাত্রায় অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতে তৈরি ছিল প্রশাসনও। পুলিস, আধাসেনা, গোয়েন্দা বাহিনীর পাশাপাশি নজরদারির জন্য ব্যবস্থা করা হয়েছে সিসিটিভির-ও।

প্রথা অনুযায়ী, রথের আগের দিন, বুধবার পুরীতে পালিত হয় উভযাত্রা। চিরাচরিত রীতি মেনে সাজানো হয় জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার মূর্তিকে। সাজসজ্জার পর্ব চলে তাঁদের রথগুলিকে ঘিরেও। প্রতিবারের মতো এ বারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে ৩টি রথ- জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। রথগুলিকে মন্দিরের পাশে নিয়েও আসা হয় গতকাল। এদিন সকালে রথের দড়ি টেনে আনুষ্ঠানিকভাবে জগন্নাথদেবের মাসির বাড়ির যাত্রার সূচনা করেন পুরীর রাজা।

অন্যদিকে এদিন আহমেদাবাদে রথযাত্রায় সামিল হন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গুজরাতকে।  দড়িতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। রথযাত্রা উপলক্ষে গুজরাতে জনসমাগম ছিল চোখে পড়ার মত।  

রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব বাংলাতেও। হুগলির মাহেশ বা পূর্ব মেদিনীপুরের শতাব্দীপ্রাচীন রথযাত্রাগুলির পাশাপাশি উত্‍সবে মাতোয়ারা মহানগরীও। রথযাত্রা উপলক্ষে এদিন দুর্গাপুজোর মণ্ডপের খুঁটিপুজো হবে কলকাতার বিভিন্ন জায়গায়। উলটোডাঙার সংগ্রামী ক্লাবের পক্ষ থেকেও আজ খুঁটিপুজোর আয়োজন করা হয়েছে। এই ক্লাবের পঞ্চাশবছর পূর্তি উপলক্ষে ৫০টি রথ টানার আয়োজনও করা হয়েছে ক্লাবের তরফে।





First Published: Thursday, June 21, 2012, 10:48


comments powered by Disqus