Last Updated: Thursday, June 21, 2012, 10:28
রথের রশিতে টান পড়ার আগেই জনপ্লাবনে ভাসল পুরী। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক রথযাত্রা শুরু আগেই ওড়িশার সৈকতনগরী ভরে উঠেছিল পূণ্যার্থীদের ভিড়ে। রথযাত্রায় অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতে তৈরি ছিল প্রশাসনও। পুলিস, আধাসেনা, গোয়েন্দা বাহিনীর পাশাপাশি নজরদারির জন্য ব্যবস্থা করা হয়েছে সিসিটিভির-ও।