Last Updated: December 16, 2012 16:34

সিঙ্গুর ফল টক হলেও, পশ্চিমবঙ্গে ফের বিনিয়োগ করতে উদ্যোগী টাটা গোষ্ঠীর বিদায়ী চেয়রম্যান রতন টাটা। সিঙ্গুরে একলাখী গাড়ি তৈরির অভিজ্ঞতা `হতাশা জনক` হওয়া সত্ত্বেও ভবিষ্যতে আবারও বিনিয়োগের ইঙ্গিত মিলেছে খোদ রতন টাটার গলায়।
আজ সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, ``পশ্চিমবঙ্গে শিল্পায়নের জন্য আন্তরিক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি নিরাপত্তা দিয়েছিলেন। কিন্তু, সমস্যা বেড়েই চলছিল।"
এছাড়া তিনি আরও বলেন, পুলিস দিয়ে কারখানা চালানো যায় না। তাই বাধ্য হয়েই সিঙ্গুর ছেড়ে যায় টাটা মোটরস। আক্ষেপের সুরে রতন টাটা এ দিন বলেন, "সিঙ্গুরে ন্যানো কারখানা হলে সাত থেকে আট হাজার কর্মসংস্থান হত।" সিঙ্গুর মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। এ প্রসঙ্গে টাটা গোষ্ঠীর প্রধান বলেন, সিঙ্গুরে এখনও তাঁদের কারখানা রয়েছে। টাটা মোটরস হোক বা টাটা গোষ্ঠীর অন্য কোনও বিনিয়োগ। ভবিষ্যতে তাঁরা যে এ রাজ্যে আবার বিনিয়োগ করতে পারেন, তারও ইঙ্গিত দিয়েছেন রতন টাটা।
First Published: Sunday, December 16, 2012, 16:34