Last Updated: Sunday, December 16, 2012, 16:34
সিঙ্গুর ফল টক হলেও, পশ্চিমবঙ্গে ফের বিনিয়োগ করতে উদ্যোগী টাটা গোষ্ঠীর বিদায়ী চেয়রম্যান রতন টাটা। সিঙ্গুরে একলাখী গাড়ি তৈরির অভিজ্ঞতা `হতাশা জনক` হওয়া সত্ত্বেও ভবিষ্যতে আবারও বিনিয়োগের ইঙ্গিত মিলেছে খোদ রতন টাটার গলায়।